শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

এবার চীন সফরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ চীনে পৌঁছেছেন একটি আঞ্চলিক নিরাপত্তা ফোরামে অংশ নিতে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর এটি তার প্রথম বিদেশ সফর বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

চীনের কিংডাও শহরে অনুষ্ঠিতব্য দুই দিনের এ ফোরামটি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) আওতায় আয়োজিত হচ্ছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন এই ফোরামের আয়োজক। বৈঠকে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এ ব্লকে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান ও বেলারুশ অন্তর্ভুক্ত।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির সহযোগী প্রকাশনা ‘ইউয়ুয়ানতানতিয়ান’ নাসিরজাদেহর চীন পৌঁছানোর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে ইরান আনুষ্ঠানিকভাবে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করে। এই সংস্থা মূলত এশিয়ার নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়েছিল।

নিরাপত্তা ফোরামে নাসিরজাদেহর অংশগ্রহণকে ইরান-চীন ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102