শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

ইরানের হামলায় হতাহতের তথ্য প্রকাশ করল ইসরায়েল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, যুদ্ধের সময় ইরান ইসরায়েলে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজারটি ড্রোন নিক্ষেপ করেছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। জনবহুল এলাকায় কমপক্ষে ৩১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, সংঘাত চলাকালীন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোট ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন হাজারেরও বেশি।

ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা ২৮ জনকে মৃত ঘোষণা করেছে, যার মধ্যে সর্বশেষ চারজন আজ মঙ্গলবার (২৪ জুন) সকালেই মারা গেছেন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর, ২৯ জন মাঝারি ও ৮৭২ জন ভালো অবস্থায় আছেন। এছাড়া আরও ৪০১ জন হামলার কারণে তীব্র উদ্বেগে ভুগছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে ৯ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে ভিন্ন সংখ্যা দেখা গেছে। তাদের মতে, ১২ দিনের যুদ্ধের সময় মোট তিন হাজার ২৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ২৩ জন গুরুতর, ১১১ জন মাঝারি, দুই হাজার ৯৩৩ জন হালকা আহত, ১৩৮ জন তীব্র উদ্বেগে ভুগছেন। এছাড়া আরও ৩০ জনের অবস্থা এখনও নির্ধারণ করা হয়নি। অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলোও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে এসেছে অথবা আহতরা নিজেরাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102