শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

তিন শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ রুশ হামলা, কিয়েভে নিহত ৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশেপাশে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং বহ মানুষ আহত হয়েছেন। হামলার ফলে আবাসিক এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া মেট্রো স্টেশনের বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৩জুন) এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

কিয়েভের ব্যস্ত শেভচেনকিভস্কি জেলায় কমপক্ষে ছয়জন নিহত হন এ হামলায়। এই স্থানের একটি আবাসিক বহুতল ভবনের পুরো অংশ ধ্বংস হয়ে গেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টিমুর তাকাচেনকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় চার শিশুসহ ২৫ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া ইউক্রেনের রাজধানীকে ঘিরে বিস্তৃত কিয়েভ অঞ্চলে ৬৮ বছর বয়সী একজন মহিলা নিহত এবং কমপক্ষে আটজন আহত হন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, রাতের হামলায় শহরের ১০টি জেলার মধ্যে ছয়টিতে ক্ষয়ক্ষতি কারণে মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা চারটি ইউক্রেনীয় অঞ্চলে হামলায় রাশিয়ার ৩৫২টি ড্রোনের মধ্যে ৩৩৯টি এবং ১৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ব্রিটেন সফরের সময় দেশের প্রতিরক্ষা এবং রাশিয়ার ওপর এই ধরনের হামলা বন্ধ করার জন্য আলোচনা করবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের অবসানের আলোচনার মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে মস্কো। এর কারণ হিসেবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102