শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

যুদ্ধ দুই বছর স্থায়ী হতে পারে : ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির সরকার চায়, যুদ্ধের জন্য যেন সরাসরি অর্থ ব্যয় করা হয়। ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে শুধু সমর্থন দিয়ে, নিজেরা কোনো খরচ না করে কাজ চালিয়ে যাওয়া তারা ঠিক মনে করছে না।

সোমবার (২৩ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে নাম প্রকাশ না করা শর্তে এসব কথা বলেন ইরানি ওই কর্মকর্তা।

তিনি ওয়াশিংটনকে ইঙ্গিত করে বলেন, ‘শুধু ইসরায়েলকে সমর্থন দিয়ে নয়, বরং যুদ্ধের জন্য যেন সরাসরি অর্থ ব্যয় করা হয়। কাজটা অন্যকে দিয়ে নয়, নিজেরা দায়িত্ব নিয়ে করা উচিত।

ওই কর্মকর্তা বলেন, ‘ইরানের জনগণের মনোবল এখন উচ্চ ও ইসরায়েলে হামলা চালানোর জন্য তাদের বিপুল দাবি অভূতপূর্ব।’ ইসরায়েলে হামলা চালানোর জন্য ইরানি জনগণের আহ্বান ‘ইরানের যুদ্ধ পরিকল্পনাকে তীব্রতর করার একটি উপাদান’।

তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে যে যুদ্ধে সাময়িক বিরতির আহ্বান ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরানের প্রস্তুতি মূল্যায়ন করার জন্য একটি প্রতারণা’। ইরান অনুমান করেছে যে, যুদ্ধ দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ইরান এর জন্য প্রস্তুত ছিল।

গত রোববার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে মার্কিন-বিরোধী মনোভাবের ঝড় ওঠে, অনেকেই প্রতিশোধ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এদিন সন্ধ্যায় তেহরানে একটি বিশাল মার্কিন-ইসরায়েল-বিরোধী বিক্ষোভ হয়, যেখানে অনেকেই প্রতিশোধের দাবি জানায়। ১১ দিন আগে ইসরায়েল ইরানের উপর আকস্মিক আক্রমণ শুরু করে এবং তারপর থেকে দুটি দেশ প্রতিদিন একে অপরের উপর হামলা চালিয়ে আসছে, যার ফলে শত শত মানুষ মারা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102