শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে চীনের দ্বারস্থ আমেরিকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দেয় ইরান। ইরানের সেই হরমুজ প্রণালি বন্ধ না করতে চীনের দ্বারস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

হরমুজ প্রণালি বিশ্বের তেলনির্ভর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতি এবং পরাশক্তির দ্বন্দ্বের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, দেশটির সংসদ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠবে গোটা বিশ্ব।

এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নাটকীয় কূটনৈতিক পদক্ষেপে আহ্বান জানিয়েছেন চীনের প্রতি।
ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বেইজিং সরকারকে উৎসাহ দিচ্ছি যেন তারা ইরানের সঙ্গে কথা বলে এবং হরমুজ প্রণালি বন্ধ না করার বিষয়ে বোঝায়। চীন তো নিজের তেলের জন্য এই পথের ওপর অনেক বেশি নির্ভরশীল।’

রুবিও বলেন, ‘যদি ইরান প্রণালি বন্ধ করে দেয়, তাহলে সেটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। এটি একটি ভয়ংকর ভুল। আমাদের হাতে এর মোকাবিলার জন্য অনেক বিকল্প রয়েছে, কিন্তু বিশ্বের বহু দেশের অর্থনীতিই আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

রুবিও আরও বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে, যা আমাদের এবং অন্য অনেক দেশের পক্ষ থেকে কঠিন প্রতিক্রিয়ার দাবি রাখবে।’ তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিকভাবে কথা বলার জন্য প্রস্তুত, কিন্তু যদি ইরান প্রতিশোধের পথ বেছে নেয়, তবে তা হবে “তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল।’

এ প্রসঙ্গে চীনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102