রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

অস্ত্রসহ বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ দুইজন আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নরসিংদীর মনোহরদীতে অস্ত্র বিক্রির সময় পুলিশের হাতে শিবপুর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ দুইজন আটক। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার সংলগ্ন কোহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান (২৫)।

পুলিশ জানায়, রাতে একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে আটকদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, আটক দুজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজ করার উদ্দেশে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে আসছিল। চক্রের পলাতক অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102