শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ আবরোধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ঈদ বোনাস, ২৫ শতাংশ উৎপাদন বোনাস, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

শুক্রবার ( ১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। ইসমক্স সোয়েটার নামের কারখানার শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনা নিশ্চিত করে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেনঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, ইসমক্স সোয়েটার কারখানার ১২ শতাধিক শ্রমিক কাজ করে। দীর্ঘদিন কাজ করলেও প্রডাকশন রেটসহ ওভারটাইম বিলনাইট বিলমাতৃত্বকালীন ছুটিবাৎসরিক টাকা পান না তারা।

এ অবস্থায় ঈদ বোনাসওভারটাইম বিলজিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102