শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকায় ইফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিতদের জন্য নামমাত্র মূল্যে ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

বুধবার (১২ মার্চ) বিকেলে জেলা সদর রোডের ইসলামি পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতার সামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি।

১০ টাকার ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও এক বোতল খাবার পানি রয়েছে। অভিনব এ উদ্যোগে খুশি খেটে খাওয়া মানুষজন।

১০ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বসিত বস্তির মর্জিনা বেগম বলেন, গরিব হওয়ায় ভালো ইফতার করতে পারি না। ১০ টাকায় ইফতার কিনেছি আজ। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।

ভিক্ষুক আসলাম মিয়া বলেন,‘আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমতো ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিন্যা খুব খুশি আমি।’

সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, রমজান জুড়েই সংগঠনের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড, হাসপাতাল গেট, বটতলা মোড়, রেজিস্ট্রি পাড়া, নিরালা, পুরাতন বাসস্ট্যান্ড, গোরস্থান মসজিদসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষ, ভিক্ষুক, দিনমজুরসহ সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা।

১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন এজন্যই আমাদের এ উদ্যোগ। দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিক্রি করছি। টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদরাসা, এতিমখানা, দুর্গম চর এবং বস্তিতে এবার ইফতার আয়োজন করা হবে। এ ছাড়া ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে দেওয়া হবে ঈদবাজার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলফি তালুকদার, তৌহিদুল সাদাত, রাব্বি খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102