২৫ ই জানুয়ারি ( সোমবার) সকাল থেকে এমভিশন স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষের শিক্ষকবৃন্দ।
স্কুলের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতিত্ব করেন এমভিশন স্কুলের সভাপতি জনাব ইদ্রিস আলী।
উদ্ভোদক ছিলেন স্কুলটির প্রধান শিক্ষক, এ কে এম উমর ফারখ এবং সঞ্চালনায় ছিলেন আশরাফ আলী তুষার।
সার্বিক ব্যবস্থায় ছিলেন, পারভেজ আহমেদ সেলিম, শাহাদাত হোসেন, সিনিয়র শিক্ষক বিপ্লব ধর।
প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মুহাম্মদ ওবায়দুল হক, হাবিবুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম মাস্টার।
নবীন বরণ শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক পরিক্ষার ফলাফল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত শিক্ষকমণ্ডলীর সদস্যবৃন্দ।
সাভা, সেতু, নুসরাত, নুসাইবা,সূর্য, সিয়াম, আরিফা আক্তার, সেতু, মুশকান, আনিকা, নৌশিন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী হন।
বার্ষিক পরিক্ষার ফলাফলে প্লে শ্রেনীতে ১ম রাফান ২য় আফিফা ৩য় জানাইনা। নার্সারীতে ১ম হয়েছেন নুসাইভা ২য় আরাভি ৩য় অরঞ্জন সরকার। প্রথম শ্রেনীতে ১ম হয়েছেন আদিব আদনান ২য় আলিফ আহমেদ ৩য় অরনব মিত্র। দ্বিতীয় শ্রেণীতে ১ম হয়েছে জান্নাতুল নাওয়ান, ২য় আয়শা সিদ্দিকা, ৩য় তানভীর আহমেদ।
৩য় শ্রেণীতে ১ম হয়েছেন অর্পন সরকার, ২য় তাহমিদ হাসান, ৩য় মাহজাবিন ৪র্থ শ্রেণীতে প্রথম হয়েছেন মঞ্জুরিন ইসলাম, ২য় নুরজাহান, ৩য় সিদরাতুল মোতাহাব। ৫ম শ্রেণীতে ১ম হয়েছেন তৌফিকুল ইসলাম সিয়াম, ২য় হয়েছেন মামুন হাসান, ৩য় শাহাদাত ও আশরাফ আলী (তুষার), । ৬ষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছেন নুসরাত, ২য় সিয়াম, ৩য় আরিফা আক্তার। বার্ষীক পরিক্ষার ফলাফলে অভিভাবকগণ বেজায় খুশি।