শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদলকর্মীকে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছুরিকাঘাতে অপূর্ব (২৫) নামের ছাত্রদলের একজন কর্মী খুন হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আহতবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানান, রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের হয়। আমাদের মিছিল শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা যখন বাসায় যাচ্ছিল তখন বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাকে ছুরি মারা এক যুবককে আটক করে আশেপাশের লোকজন। সকলে তখন তাকে উত্তম মধ্যম দিচ্ছিল। আমরা আইন নিজের হাতে না তুলে ছাড়ানোর চেষ্টা করি। পরে আহত অপূর্বকে খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ছুরিকাঘাতে অপূর্ব নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সম্রাট নামের এক যুবককে বিক্ষুব্দ ছাত্রজনতা আটকের পর ধোলাই দেয়। ঘাতক সম্রাট বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102