ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গণভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল- ২ (গোপালপুর, ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ, টাংগাইল এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, তানভীর হাসান ছোট মনির এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক জাহিদ খন্দকার, জেলা পরিষদের সাবেক সংসদ আজহারুল ইসলাম, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম মাহবুব, ফলদা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ।নিকরেল ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সরকার, আলোয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক জনাব আলহাজ্ব শহীদুল ইসলাম। অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়।