বাগেরহাট সদরের খানপুরের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে তার পরিবারে ও খানপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। খানপুর ইউনিয়নের সর্বস্বরের জনগণ ও তার আত্মীয় স্বজনেরা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার (৩ জানুয়ারি) জুম্মার নামাজের পর উত্তর খানপুর কড়ার মাঠ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।