রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। ব্রিটিশ এমপিকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম। বাগেরহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। তারালী দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে কম্বল উপহার দিলো দীপ্তমান ছাত্র সমাজ। প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেয়া হলো ছাত্রলীগের পার্টি অফিস। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ। ভারতের ‘ভূখণ্ড’ নিয়ে নতুন শহর ঘোষণা চীনের, নয়াদিল্লির প্রতিবাদ। রাজশাহীকে বিধ্বস্ত করে প্রথম জয় চিটাগং কিংসের। তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস।

ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু জুবায়েরপন্থিদের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু জুবায়েরপন্থিদের।

টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় জারি করা (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। এতে দীর্ঘদিন বিরতির পর সেখানে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করছে মাওলানা জুবায়েরপন্থিরা।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান আরো জানান- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত (১৪৪ ধারা) আদেশ সমূহ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের সাদপন্থিদের হামলায় তিনকর্মী নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ায় ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে বিভিন্ন জেলা ও উপজেলায় তাবলিগের চলমান সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে সংশোধিত নতুন প্রজ্ঞাপন এসেছে।

বৃহস্পতিবার জারিকরা প্রজ্ঞাপনে বলা হয়- এখন থেকে অর্থাৎ ২ ডিসেম্বর হতে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা মোহাম্মদ সাদ-এর অনুসারীরা যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোন ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

এছাড়া কাকরাইল মসজিদের ক্ষেত্রে, আগে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ড. মো: আব্দুল সালাম।

হাবিবুল্লাহ রায়হান জানান, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারাদেশে তাবলিগের যারা যেখানে কার্যক্রম চালিয়ে আসছে তারা সেখানেই থাকবে। এছাড়া ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি শুরু করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বে জুবায়েরপন্থিদের আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিদের ইজতেমা হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102