জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কিত আকসা ও জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশি অর্থ পাচারকারীদের ব্যাংক ও সম্পত্তি জব্দ করলে স্বাগত জানাবে ঢাকা।
সমসাময়িক বিষয় নিয়ে দেশের প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, সাবেক কূটনীতিদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রায় আড়াই ঘণ্টার এ আলোচনায় দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের অতি আগ্রহের কথা তুলে ধরেন বক্তারা। মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ জন্য প্রশ্নকর্তাদের দায়ী করেন মন্ত্রী।
আগামী সপ্তাহে দুই মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশ সফরে আসছেন। এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ৫০ বছর পূর্তি উৎসবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন খুব আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, খুবই শক্তিশালী সম্পর্ক করতে চান তিনি। তখন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি। এশিয়ান টাইগার। তারই পরিপ্রেক্ষিতে একের পর এক সিনিয়র কর্মকর্তারা এসেছেন, আমরা তাদের স্বাগত জানিয়েছি। তারা স্বেচ্ছায় এসেছেন, আমরাও খুব খুশি।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আমন্ত্রণে নয়, রোহিঙ্গাদের সার্বিক অবস্থা দেখতেই বাংলাদেশে আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। চলতি মাসেই ঢাকায় এ বৈঠক হবে। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত আকসা ও জিসোমিয়া চুক্তি আপাতত হচ্ছে না।
আকসা ও জিসোমিয়া চুক্তি কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আকসা বা জিসোমিয়া চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই।
দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের নেয়া যে কোনো পদক্ষেপকেই সরকার স্বাগত জানাবে মন্তব্য করে এ কে আব্দুল মোমেন বলেন, দেশ থেকে যারা টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নিলে সরকার খুশি হবে।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। আকসা’র (অ্যাকুজিশান অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে দেশটি। আর জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় করে। চুক্তি দুটির খসড়া বাংলাদেশকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন আছে।