বাগেরহাট সদরে ১৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর জমি সহ ঘর।
বাগেরহাট সদরে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেল ১৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (৯ই আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী উপকারভোগীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন।
আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় বাগেরহাট সদরে ১৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প সহায়ক সহ ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উপকারভোগীদের জন্য দুই শতাংশ জমিতে নির্মাণ করা প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা রয়েছে। এসব ঘর দুর্যোগ সহনীয় ও খুবই টেকসই। প্রতিটি ঘরে রয়েছে সোলার সিস্টেম ও বজ্রপাত নিরোধক ব্যবস্থা। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।