ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগের মানববন্ধন।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামকে (২৫) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ ৮ আগষ্ট সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার,সাবেক সহ-সভাপতি হৃদয় আশীষ,সাবেক সহ-সভাপতি বেল্লাল হোসেন পাবেল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনসেফ হক,পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বসার আরজু সহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
উক্ত মানববন্ধনে রাকিবুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীরা।
গত ২৮ জুলাই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) ডান হাতের কব্জি কেটে ফেলে একই দলের নেতাকর্মীরা।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার তেগাছিয়া বাজারসংলগ্ন আজীমুদ্দি গ্রামের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনা পরবর্তী সময়ে গত ২৯ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়ার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়।পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।