মোঃ মিজানুর রহমান নীরবঃ ঝালকাঠির নলছিটি টু দপদপিয়া মহাসড়কটি বেহাল দশা দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার জনগণ।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার দপদপিয়া টু নলছিটি শহরের এক মাত্র যোগাযোগ করা উপযোগী দপদপিয়া টু নলছিটি মহাসড়ক এই সড়কটি খারাপ থাকায় দৈনিক দূর্ঘটনার সিকার হচ্ছেন দক্ষিণ অঞ্চলে হাজার জনগণ। তাই এলাকাবাসীর দ্রুত মহাসড়কটি নির্মাণ করার জন্য।
তারা আরও জানান এলাকাবাসী নলছিটি (সদর) ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য
এবং ১৪ দলের সমম্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর এলাকা তাই বিশেষ করে তার সুদৃষ্টি কামনা করছি।
এএসবিডি/আরএইচএস