নিখোঁজ বিজ্ঞপ্তিঃ–
নাম:মোঃ তরিকুল ইসলাম
বয়সঃ ৪০ বছর।
ঠিকানা- গ্রামঃ ফরিদপুর
পোস্ট- আমদাবাদ
থানাঃ কতুয়ালী জেলাঃ যশোর
বিগত ৫/৬ মাস পূর্বে শশুর বাড়ি ফরিদপুর গ্রামে অবস্থান করতে থাকে , কে কাহারা প্রায় সময় ফোন করিয়া তাহাকে ডাকিয়া নিয়ে যেত পরবর্তীতে আবার ফিরে আসে, কিন্তু ইংরেজি ১/৩/২০২২ তারিখে সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় অত্র থানাধীন ফরিদপুর নামক গ্রাম থেকে কাউকে কিছু না বলিয়া শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান, অনেক খোঁজাখুঁজির পর তাহার কোনো সন্ধান পাওয়া যায় নাই, যশোর কতুয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোঃ তরিকুল ইসলাম (৪০)
গায়ের রং- ফর্সা
মুখ মন্ডল হালকা লম্বাটে
মাথার চুল মিডিয়াম ও কালো
স্বাস্থ্য ভালো
উচ্চতা আনুমানিক ৫ ফিট ৬ ইঞ্চি
পরনে এ্যাস রঙ্গের জিন্সের প্যান্ট ও জলপাই রঙের শার্ট পরিহিত ছিল
কোন স্বহৃদয়বান ব্যাক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন,তাহলে এই নাম্বার সমুহে সন্ধান জানানোর অনুরোধ রইলো।
01761-983146
সন্ধানদাতা স্ত্রীঃ মোসাম্মৎ তানিয়া খাতুন।
পিতাঃ মোঃ আকরাম আলী।
স্বামীঃ মোঃ তরিকুল ইসলাম
গ্রামঃ ফরিদপুর
পোস্টঃ আমদাবাদ
থানাঃ কতুয়ালী
জেলাঃ যশোর
সবাই শেয়ার করে খুঁজে পেতে সাহায্য করুন।