খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) লিপন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার ও বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) লিপন সরকার মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ২৮/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত ১০.০০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া থানাধীন নরনিয়া সাকিনস্থ চুকনগর টু যশোর মহাসড়কের জনৈক ইকরামুল মোড়ল এর ফ্লাক্সিলোডের দোকানের সামনে থেকে আসামি ১। মোঃ ইমরান হোসেন ওরফে টুটুল (২২), পিতা- মোঃ কওছার মোল্যা, মাতা- হাসিনা বেগম, সাং- পায়রা (পশ্চিমপাড়া কারিগর বাড়ী), থানা- অভয়নগর, ২। তরিকুল ইসলাম (২৫), পিতা- মুনছুর সরদার, মাতা- আলেয়া বেগম, সাং- শ্যামনগর, থানা-মনিরামপুর, উভয় জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয় নিজ নিজ হেফাজতে হতে সর্বমোট (২০০+১৫০)= ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) লিপন সরদার উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ২৮/০৭/২০২১ তারিখ রাত্র ১০.৩০ টার সময় টর্চ লাইটের আলোতে জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) লিপন সরকার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ১৪, তারিখ- ২৮/০৭/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।