ঝালকাঠির রাজাপুর উপজেলার বন বিভাগ অফিস পূর্বপাশ সংলগ্ন বাসিন্দা মোঃ ইউনুচ স্ট্রোকে মারা গেছে( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি রাজাপুর ইউএনও অফিসের নাইট গার্ড ছিলেন।
মোঃ ইউনুচ(৫০)আজ ১৬-৭-২১ ইংরেজিতে রোজ শুক্রবার সকালে স্ট্রোক করে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মরহুম ইউনুচ ইউএনও অফিসের মোঃ শাওনের পিতা।
তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ মেয়ে,,একপুত্র রেখে গেছেন।
মরহুমের নামােজ জানাজা আসরবাদ রাজাপুর বাসভবনের সামনে অনুষ্ঠিত হবে।
তাহার মরদেহ আজ বিকালে জানাজা শেষে রাজাপুরে বাসভবনের পাশে সমাহিত করা হবে।
তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ,সাধারণ সম্পাদক জিয়া হায়দার লিটন,উপজেলা ভাইসচেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বার,,শিক্ষাক,সাংবাদিক সহ সকলে।