ঝালকাঠির রাজাপুরে প্রনীসম্পদ মেডিকেল টিম স্থাপন করেছেন উপজেলার বিখ্যাত বাঘরি বাজারে।
জাকির সিকদার, রাজাপুর,ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে প্রনীসম্পদ মেডিকেল টিম স্থাপন করেছেন উপজেলার বিখ্যাত বাঘরি বাজারে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পরিদর্শন করতে দেখা গেছে হাটের গরুদের।
১৫-৭-২১ বৃহস্পতিবার সাপ্তাহিক হাট রাজাপুর আয়োজিত কুরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের বিভিন্ন কার্যক্রমে চিকিৎসা পর্বসহ সকল দিকে দেখবাল করতে দেখা গেছে।
হাটের সংখ্যা বেশি না মুস্টিময় কিছু এলাকায় প্রধান হাটে এসব তদারকি চলবে বলে জানান।
সকল প্রকারের সহযোগীতায় কাজ করেন বাস্তবায়নেঃ ডাঃ মু ইমরান নাজির,
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাজাপুর, ঝালকাঠি।
তবে হাটে আসা গরুর দাম কম বলে জনৈক বিক্রেতা জানান।
গরুর দাম কম হলেও দেশের মানুষ করোনার সময় হাটে বাজারে চলাচল করেত পেরে অনেকে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।