সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রশাসনের উদ্যোগে নকলার ৮২ জন গ্রাম পুলিশরা পেলো নতুন সাইকেল ও পোষাক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
প্রশাসনের উদ্যোগে নকলার ৮২ জন গ্রাম পুলিশরা পেলো নতুন সাইকেল ও পোষাক।
শেরপুর প্রতিনিধি, মোঃ ফজলুল করিমঃ
শেরপুরের নকলা উপজেলার ৮২ জন গ্রাম পুলিশদের মাঝে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নতুন পোষাক ও নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ১৪ জুলাই বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করে এক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন পোষাক ও বাইসাইকেল বিতরণ কার হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এসব তুলেদেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহাম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম জানান, সাইকেল গুলো দুরন্ত কোম্পানীর সার্টিফাইড সাইকেল। প্রায় সারাদেশের গ্রামপুলিশদের এই কোম্পানীর সাইকেল দেওয়া হচ্ছে। এগুলো বক্সবন্ধি আকারে এসেছে, পরে স্থানীয় ভাবে ফিটিংস করা হয়েছে। গ্রাম পুলিশদের ব্যবহারের পূর্বে ভালো ভাবে গ্রীজ, টিউবে গার্টিস, চেইন লকারসহ সার্ভিসিং করে নিতে বলা হয়েছে। আর যদি কোন সমস্যা থাকে ওয়ারেন্টি পিরিয়ডে তা সমাধান যোগ্য বলে তিনি জানান।
বিতরণ অনুষ্ঠানের পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম নকলা পৌর এলাকার পাইস্কা গরুর হাটে গিয়ে ইজারাদারকে স্বাস্থ্য বিধি মেনে গরুর হাট পরিচালনার জন্য পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। এরপরে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তরকৃত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “ক” শ্রেণির ঘর পরিদর্শন করতে গিয়ে উপকারভোগীদের সার্বিক খোঁজ খবর নেন তিনি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102