৫০ টাকার জন্য মাকে হত্যা,ছেলে গ্রেফতার।
মোঃ নাজমুল হুদা, রংপুরঃ
গাইবান্ধা সদর উপজেলায় মাকে হত্যার অভিযোগে সাজ্জাদুল হক শাওন (২৫) নামের এক বখাটে ছেলেকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩।
এ ঘটনায় নিহতের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেক বাদী হয়ে মঙ্গলবার সকালে ছেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার রাতে ওই পাষন্ড ছেলেকে গাইবান্ধার থানসিংপুর বোয়ালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৪ জুলাই) রংপুরে র্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসম তথ্য জানান রংপুর ১৩ এর অধিনায়ক রেজা আহমদ।
তিনি জানান, মাত্র ৫০ টাকার জন্য মাকে হত্যা করে মাদকাসক্ত সন্তান সাজ্জাদুল শাওন। মাদকের টাকার জন্য মাঝে মধ্যেই তার মা-বাবকে মারধর করতো।সোমবার (১২ জুলাই) রাতে ঘুমিয়ে থাকা মা খাদিজা বেগমকে ডেকে তুলে সন্তান শাওন মাদক গ্রহণের জন্য টাকা চায়। কিন্তু শাওনকে টাকা দিতে না চাইলে শাওন তার মা খাদিজাকে মারধর করে আহত করেন।
মার বুকে লাথি মারে ছেলে। এরপর বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধরও করে পাষন্ড ছেলে। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। চিৎকার ও চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী তার অপরাধে সম্পৃক্তার কথা স্বীকার করেছে। গাইবান্ধা সদর থানায় মামলা চলমান চয়েছে। আসামীকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত খাতিজা বেগম সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এএসআই) সাদেক আলীর স্ত্রী।