পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইস গেট নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে,আহত ৩২।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্লুইজ গেটের নিয়ন্ত্রন নিয়ে দু’দিন ধরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ’কাটাখালী’ স্লুইজ গেটের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে সোমবার স্থানীয় নুর-ইসলাম হাওলাদার গ্রুপের সাথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী খেয়াঘাট এলাকায় ফের সংঘর্ষে আরো ১৭ জন আহত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল কলাপাড়া হাসপাতালে ভর্তি রোগীর উপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদ আশিক তালুকদারের বিরুদ্ধে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আশিক তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে রোগীরা রোগীরা মারামারি করেছে। এ বিষয়ে তার কিছু জানা নেই।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।