রূপগঞ্জে গ্রাম পুলিশরা পেল বাই সাইকেল।
নারায়ণ সরকার, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন যোগদানকৃত বিশ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান এ বাইসাইকেল বিতরণ করেন।
বিতরনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, একটি উপজেলায় আইনশৃংলা বিষয় থেকে শুরু করে সকল বিষয়ে গ্রাম পুলিশের ভুমিকা অনেক। উপস্থিত সকল গ্রাম পুলিশকে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান ইউএনও।
নতুন যোগদানকৃত গ্রাম পুলিশরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের সোহেল মিয়া, সাগর মিয়া, ইস্রাফিল, রাজু আহাম্মেদ, দাউদপুর ইউনিয়নের নাসির মিয়া, দেলোয়ার হোসেন শান্ত, রূপগঞ্জ ইউনিয়নের সাব্বির, সাগর মিয়া, ভোলাব ইউনিয়নের ইউসুফ মিয়া, জুয়েল মিয়া, রিয়াদ মিয়া, আমিনুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়নের বন্যা, রিফাত, মাহমুদুল ইসলাম, সাইদুল ইসলাম, রাকিবুল হাসান তারেক, আকাশ মিয়া,নাঈমসহ আরো একজন।