লালপুরে স্বাস্থবিধি না মানায় ৮জনকে জরিমানা।
মোঃ নুহু উল্লাহ, লালপুর(নাটোর)প্রতনিধিঃ
নাটোরের লালপুরে করোনা পরিস্থিতি সচেতনতা বৃদ্ধির লক্ষেে কঠোর লকডাউনের ১১তম দিনে লালপুরের বিভিন্ন এলাকায় সরকারি আদেশ নির্দেশ না মানায়০৮ জনের জরিমানা।
আজ রবিবার (১১ জুলাই )লালপুর উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এর ভ্রাম্যমান আদালত ।
এ সময় স্বাস্থবিধি মেনে না চলা ও সরকারি নিয়মনীতি প্রতিপালন না করায় ৮ জনকে মোট (২৯০০) দুই হাজার নয় শত টাকা জরিমানা করেন।
এছাড়া বাংলাদেশ বিজিবি ও লালপুর থানার পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।