বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিশ্বকাপ নিয়ে আইসিসি-বিসিবির বৈঠক শেষে যা জানা গেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে গুরুত্বপূর্ণ ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (আজ) (১৭ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতে দল পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।

বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিনজন পরিচালক উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে একজন প্রতিনিধি সরাসরি এবং আরেকজন অনলাইনে সভায় যোগ দেন।

বিসিবি সূত্রে জানা যায়, বৈঠকে আইসিসিকে সরাসরি জানানো হয়েছে—বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে প্রস্তুত নয়।

কেন বাংলাদেশ এই সিদ্ধান্তে অটল, সে বিষয়ে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত ব্যাখ্যাও তুলে ধরে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নির্ধারণের আহ্বান জানানো হয়।

গণমাধ্যমকে বিসিবির শীর্ষস্থানীয় এক পরিচালক জানান, আইসিসির সিকিউরিটি প্রধান বিসিবির সব বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেন, আমাদের উদ্বেগগুলো আইসিসি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। পরবর্তীতে তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।

আরও জানা যায়, বৈঠকে বিশ্বকাপের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

এ ছাড়া বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। আলোচনায় বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও তুলে ধরা হয় বলে জানানো হয়েছে।

বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

এদিকে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না হওয়ায়, বিষয়টি নিয়ে ভবিষ্যতেও বিসিবি ও আইসিসির মধ্যে গঠনমূলক আলোচনা চলবে বলে উভয় পক্ষ একমত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102