বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

জাইমার ফেসবুকে কয়টি অ্যাকাউন্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ব্যারিস্টার জাইমা রহমানের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে সময় সময় স্পর্শকাতর রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে ভুয়া পোস্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, জিয়া পরিবারের সদস্য হওয়ায় অনেকে না বুঝেই এসব ভুয়া অ্যাকাউন্টে লাইক, শেয়ার ও মন্তব্য করছেন। এতে জাইমা রহমানের ব্যক্তিগত ও পারিবারিক ইমেজ ব্যবহার করে একটি চক্র অনৈতিকভাবে বিপুল অর্থ আয় করছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এ নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিএনপির শুভাকাঙ্ক্ষীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

তাদের মতে, দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্য এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় অবস্থানে থাকা জাইমা রহমানের নামে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।

অর্ধশতাধিক ভুয়া অ্যাকাউন্টের তথ্য

অনুসন্ধানে আরও জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নামে অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো দেশ-বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। এর মধ্যে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’সহ একই নামে একাধিক অ্যাকাউন্ট ও পেজ রয়েছে।

এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য, বিভিন্ন আপডেট, পোস্ট, রিলস ও টিকটক ভিডিও শেয়ার করা হচ্ছে। ব্যবহারকারীরাও সেখানে সক্রিয়ভাবে মতামত দিচ্ছেন, যা সাধারণ নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে বিএনপি একাধিকবার উদ্বেগের কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে আইসিটি বিভাগের মাধ্যমে নজরদারির কথা বলা হলেও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে।

গত বছরের ২৫ জুন নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বাণিজ্য করা হচ্ছে। সে সময় তিনি জানান, থানায় সাধারণ ডায়রি (জিডি) করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এক বছর পেরিয়ে গেলেও এসব তৎপরতা বন্ধ হয়নি; বরং দিন দিন তা বাড়ছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাইমা রহমানের একটিমাত্র ফেসবুক আইডি রয়েছে। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য কোনো প্ল্যাটফর্মে তার নামে কোনো অ্যাকাউন্ট নেই।

তিনি আরও বলেন, যারা নামে-বেনামে এ ধরনের অ্যাকাউন্ট খুলেছেন, তারা অবশ্যই অন্যায় করেছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নজরদারি আছে, বিএনপির আইসিটি বিভাগ বিষয়টি দেখছে।

আইসিটি বিশেষজ্ঞরা জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্টকে একটি বড় ধরনের নিরাপত্তা ও সুনামসংক্রান্ত হুমকি হিসেবে দেখছেন।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। থানায় জিডি করে এবং মেটার (ফেসবুক) সঙ্গে যোগাযোগ করে এসব ভুয়া আইডি বন্ধ করা সম্ভব। দ্রুত তার আসল অ্যাকাউন্ট ভেরিফায়েড করা জরুরি।

তিনি আরও বলেন, ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করা উচিত। না হলে অসত্য সংবাদ ও গুজব আরও ছড়িয়ে পড়বে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিষয়টিকে বিএনপির পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102