বাংলাদেশের ক্রিকেটাঙ্গন নতুন বিতর্কে সরগরম। এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা মন্তব্যকে দুঃখজনক বলে প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে ২ উইকেটে হারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে শান্ত বলেন, এমন মন্তব্য খুবই দুঃখজনক।
তামিম ইকবাল একজন সাবেক অধিনায়ক ও দেশসেরা ক্রিকেটার এবং তিনি বাংলাদেশের জন্য অসংখ্য অবদান রেখেছেন। দিনশেষে একজন ক্রিকেটার সবসময় সম্মান আশা করে। এমন মন্তব্য মানা যায় না।
তিনি আরও বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই মন্তব্য এসেছে আমাদের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক থেকে। বোর্ড আমাদের অভিভাবক, আমাদের রক্ষা করা উচিত।
ঘরের মানুষ যেমন ভুল হলে বকাঝকা করে, তেমনি বাইরের মানুষের সামনে করা মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমি একজন ক্রিকেটার হিসেবে এটি মানতে পারি না।