সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টানা ছয় হারের পরে এই জয় পেল নোয়াখালী।
ম্যাচ হারের পর রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক দলের ব্যাটিং নিয়ে চিন্তার কথা জানান। তিনি বলেন, আমাদের টার্গেট মোটামুটি ভালোই ছিল, কিন্তু পাওয়ার প্লেতে আমরা প্রতিবারই ভালো করতে পারিনি।
মাঝের দিকে কিছু রান করলে ২-১ উইকেট হারিয়ে যাই। ওভারঅল আমাদের ব্যাটিংটা একটু দুর্বল হচ্ছে।
রফিক আরও বলেন, আজকের আউটগুলো ভুল শট চয়েজের কারণে হয়েছে। মনে রাখতে হবে, চেহারায় খেলা হয় না, মাঠে খেলা হয়। বড় দলগুলোও মাঝে মাঝে ছোট দলের কাছে হারতে পারে।
কোচ মিটিংয়ে বলেছেন, তাদের হারানোর কিছু নেই, আমাদের কিন্তু অনেক কিছু হারানোর আছে।