বিশ্বকাপ এলেই কোনো না কোনো বিতর্ক বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে ধরে—এমন মন্তব্য করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, এসব বিতর্ক খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করে, কিন্তু পেশাদার ক্রিকেটার হওয়ায় তারা বাধ্য হয়ে এমন ভাব দেখান, যেন কিছুই তাদের প্রভাবিত করছে না।
শুক্রবার (৯ জানুয়ারি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, আমরা এখনো কোনো বিশ্বকাপে ভালো ফল করতে পারিনি।
সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। লক্ষ্য করলে দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগেই কোনো না কোনো ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, আমি একাধিক বিশ্বকাপ খেলেছি। অভিজ্ঞতা থেকে বলতে পারি—এসব বিষয় আমাদের প্রভাবিত করে। তবে আমরা এমন অভিনয় করি, যেন কিছুই আমাদের ছুঁতে পারে না।
সবাই জানে, এটা সহজ নয়। যদি এসব ঘটনা না ঘটত, তাহলে ভালো হতো। তবু খেলোয়াড়রা চেষ্টা করে সবকিছু পাশ কাটিয়ে ভালো খেলতে।
বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে—তা খেলোয়াড়দের নিয়ন্ত্রণের বাইরে বলেও মন্তব্য করেন শান্ত। তিনি বলেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ যেখানেই হোক, খেলোয়াড়দের এমন ভাব রাখতে হয়, যেন কিছুই তাদের বিরক্ত করছে না। তখনই দলের জন্য ভালো করা সম্ভব।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকলেও বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।
সম্প্রতি আইপিএল ২০২৬ নিয়ে এক বিতর্কের সূত্র ধরে পরিস্থিতি আরও জটিল হয়। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে মুস্তাফিজকে দলে না রাখতে অনুরোধ করে। যদিও আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার কথা বলা হয়নি। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর মালিক শাহরুখ খানের বিরুদ্ধে হুমকি আসে বলে অভিযোগ ওঠে।
এরপর বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে সফর করবে না এবং বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।
বর্তমানে শান্ত টি-টোয়েন্টি দলে না থাকলেও, এর আগে তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও তিনি দলের সদস্য ছিলেন।