বাংলাদেশ তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বলে আইসিসিকে চিঠি পাঠিয়েছে।
গতকাল রাতে বিসিবি সেই চিঠির জবাবও পেয়েছে। আইসিসি সেখানে নিরাপত্তাজনিত কারণের বিস্তারিত জানতে চেয়েছে।
বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে খেলতে যাব না আমাদের নিরাপত্তার কারণে। এখানে আমাদের মিডিয়া, সাপোর্টার, অর্গানাইজার এবং তাদের পরিবার রয়েছে। যেখানে একজন বড় প্লেয়ারের নিরাপত্তা নিয়ে সমস্যা, সেখানে এত লোকের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে নেব? দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?’
তিনি আরও বলেন, ‘আমরা দর্শক, মিডিয়া, অর্গানাইজার ও খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবছি। খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে চিন্তিত হলে খেলতে পারবে কীভাবে? এই পরিস্থিতি শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার উদাহরণের মতো, যখন তারা নিরাপত্তার কারণে খেলার অংশ নেয়নি।’
বিকল্প ভেন্যু প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না। আশা করি আইসিসি একটি সমাধানে আসবে। যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা ও ভারত, তাই আমরা শ্রীলঙ্কাকে প্রাধান্য দিতে চাই।’