সম্প্রতি আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে তাকে বাদ দিতে হয়। নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করেছে।
তবে মাঠের পারফরম্যান্সে এই বিতর্ক মুস্তাফিজকে থামাতে পারেনি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন।
নতুন বল হোক বা ডেথ ওভার, প্রতিটি ম্যাচে নিয়মিত উইকেট শিকার করে প্রতিপক্ষকে দুশ্চিন্তায় ফেলছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের বোলিংয়ে রংপুরের দলও শক্ত অবস্থান ধরে রাখতে পারছে।
মাঠের ব্যস্ততার ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজ রহস্যময় কিছু ছবি ও পোস্ট দিয়েছেন। হোটেলের ছাদ থেকে তোলা একটি ছবিতে তিনি লিখেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’
অনেকের মতে, এই পোস্ট দিয়ে মুস্তাফিজ নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এর আগের রাতে আরেকটি পোস্টে তিনি লিখেছিলেন, চোখ মাঠে, মন জয়ের দিকে।
এদিকে, দল আপাতত কিছুটা বিরতিতে রয়েছে। আগামী ৯ জানুয়ারির আগে মাঠে নামতে হচ্ছে না রংপুরের ক্রিকেটারদের।