রাজধানী ঢাকার রমনা থানার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাসানকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন শহরের বিবিরপুকুর পাড়-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ।পুলিশ জানিয়েছে, ত্রিশোর্ধ্ব যুবক আহসান হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিট কমিটির সক্রিয় নেতা। তার বিরুদ্ধে বরিশাল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই–আগস্টে তিনি ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলা চালান। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং শহরের বৈদ্যপাড়া এলাকার বাসাসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম মো. নাসিম রূপালী বাংলাদেশকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহসান হাসান বিবিরপুকুর-সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ঢাকা ও বরিশালে একাধিক মামলা থাকার তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা একাধিক মামলায় জড়িয়ে আত্মগোপনে ছিলেন। বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলছিলেন।
তবে শেষরক্ষা হলো না—বিলম্বে হলেও তাকে আইনের আওতায় আসতেই হয়েছে বলে জানান গোলাম মো. নাসিম।