পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
গত বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, জাকির হোসেন মঞ্জু পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।