শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সন্তানের নাম রাখলেন ‘খালেদা জিয়া’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি জন্মগ্রহণ করে।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমের জন্য আমরা খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। যেদিন আমার কন্যাসন্তান জন্ম নিল, সেদিন চারদিকে শোকের আবহ ছিল। সেই অনুভূতিই আমাদের অনুপ্রাণিত করে শিশুটির নাম ‘খালেদা জিয়া’ রাখার জন্য। আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চাই।

নবজাতকের মা মারিয়ম বলেন, নামকরণের পেছনে আমাদের পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। আমরা চাই মেয়েটি নৈতিকতা ও আদর্শে বড় হোক।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। এটি ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও রাজনৈতিক ইতিহাসের প্রতি মানুষের আবেগ প্রতিফলিত হয়।

এক স্থানীয় বিএনপি নেতা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। একজন সমর্থকের এমন আবেগী সিদ্ধান্ত আমাদের রাজনীতির প্রতি মানুষের ভালোবাসারই প্রকাশ।হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102