বিগ ব্যাশ লিগে (বিবিএল) মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে হতাশা যেন কাটছেই না। মেলবোর্ন রেনেগেডসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। মাত্র ৬ রান করে বেন ডোয়ারশুইসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ডকল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে রিজওয়ান দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি।
চলতি বিবিএলে চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ৫৮ রান। গড় ১৪.৫০, স্ট্রাইক রেট মাত্র ১০০—যা একজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ব্যাটারের জন্য মোটেও সন্তোষজনক নয়।সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা
বিবিএলে বাবর আজম ও শাহিন আফ্রিদির ব্যর্থতা নিয়ে সমালোচনা চললেও মোহাম্মদ রিজওয়ানও বাদ যাননি। সিক্সার্সের বিপক্ষে ব্যর্থতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রিকেটভক্ত রিজওয়ানের ধীরগতির ব্যাটিং ও ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এমনকি তাকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন।
একজন ভক্ত লিখেছেন, টি-টোয়েন্টিতে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং—নতুন বছরে নতুন ফরম্যাট! আরেকজনের মন্তব্য, আর নিজেকে বিব্রত না করে টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার সময় এসেছে।
একসময় পাকিস্তান দলের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে তিনি গড়েছিলেন পাকিস্তানের সবচেয়ে সফল টি-টোয়েন্টি জুটি। দুজনে মিলে করেছিলেন ২৫২২ রান।তবে ইংল্যান্ডের বিপক্ষে নিরুত্তাপ সিরিজ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই রিজওয়ানের জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত পাকিস্তান দল তাকে টি-টোয়েন্টি থেকে বাদ দিয়ে তরুণ ও আক্রমণাত্মক ব্যাটারদের ওপর ভরসা করে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে রিজওয়ান করেছেন ৩৪১৪ রান, গড় ৪৭.৪২ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৮—সংখ্যাগুলো এখনো ঈর্ষণীয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স সেই পরিসংখ্যানের সঙ্গে মিলছে না।
এদিকে, বিবিএলকে নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের জন্য। তবে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতায় পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।