জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অসহায় শীতার্তদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা।
বুধবার (৩১ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে ৫০০ জন গরিব ও ভাসমান মানুষকে উন্নতমানের শীতবস্ত্র প্রদান করা হয়।
উপজেলার গুজিমারী গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ আনোয়ারুল আজিম ছানার নামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের গুজিমারী গ্রামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক কমিশনার ও সংস্থার উপদেষ্টা রঞ্জু আহমেদ। শীতবস্ত্রগুলো বিতরণ করেন শহীদ ছানার কনিষ্ঠ ভাই ও সংস্থার প্রধান উপদেষ্টা, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর জালালুল আজিম।
এতে স্থানীয় প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।