চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়নে একটি গরুর খামারে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে খামারমালিককে বেঁধে রেখে ডাকাত দল খামার থেকে ১২টি গরু লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতের দিকে উপজেলার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘এন আই এগ্রো ফার্মে’ এই ডাকাতির ঘটনা ঘটে।খামার মালিক ইসমাইল হোসেন জানান, গভীর রাতে ১২ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত খামারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে রাখে এবং খামারে থাকা ১২টি গরু লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় বাধা দিতে গেলে খামারের পাশের একটি চায়ের দোকানের মালিক আমিন হোসেন মারধরের শিকার হন। পরে ডাকাতরা তাকে পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান তিনি।এ ঘটনায় মঙ্গলবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ‘লুট হওয়া গরু উদ্ধারে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’