ঠাকুরগাঁওয়ে চলমান ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঠাকুরগাঁও শহরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মো. বুলবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ ওই উপজেলার পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নাজিম উদ্দীন (৪০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই দিন বিকেলে বাড়ির পাশে আলু ক্ষেতে কাজ করার সময় ভুল্লি থানা পুলিশ দেবীপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতা বেলাল ও মাসুম নামে দুজনকে গ্রেপ্তার করে।তাদের দুজনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় মিছিলে হামলা ও মারপিটের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় দুটি মামলা রয়েছে।
এদিকে, গত বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী হাট থেকে যুবলীগ নেতা মতিনকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের একজন ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের যুবলীগ নেতা।
এর আগের দিন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়ের ভাই অভয় কুমার রায়কে গ্রেপ্তার করে পুলিশ।