বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন পএ জমা দিয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাগেরহাট-২ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি, শেখ মঞ্জুরুল হক রাহাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।
শেখ মঞ্জরুল হক রাহাদ বাগেরহাট -২ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছি। তিনি আন্তরিকতার সাথে তা গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে অংশ নিবো। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনকে সামনে রেখেই আমরা কাজ করবো।