ভোলার মনপুরায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল মেকারকে আটক করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুর ১টায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. মোস্তফা এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বেলাল মেকার।মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, ‘অপারেশন ডেবিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।