শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা বিএনপির সাবেক এমপির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির সব পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ নূরুল কবির শাহীন বলেন, ‘ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে রাজনীতিতে আমার পথচলা শুরু হয়। এরপর টানা ৪৩ বছর ধরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।’

তিনি বলেন, ‘এক-এগারোর সংকটকালীন সময়ে টেলিভিশনের টকশোসহ বিভিন্ন গণমাধ্যমে দলের পক্ষে কথা বলা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে আমি একাধিকবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।’

তিনি আরও জানান, ‘২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হই। ২০০৬ সালে দলীয় মনোনয়ন পেলেও সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আমি প্রার্থী হইনি। ২০১৮ সালে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত প্রার্থিতা থেকে বঞ্চিত হই। এরপরও দলের দুঃসময়ে আমি নেতাকর্মীদের সংগঠিত করে নিরলসভাবে দলীয় কার্যক্রম চালিয়ে গেছি।’শাহ নূরুল কবীর বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমার দীর্ঘ ত্যাগ ও অবদানের মূল্যায়ন করবে বলে আশা করেছিলাম। কিন্তু ২৮ ডিসেম্বর পর্যন্ত একাধিক মনোনয়ন রদবদল হলেও আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমি দলের সকল কর্মকাণ্ডসহ দলীয় পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি। পদত্যাগপত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে।’

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) এবং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত অসুবিধা থাকায় রবিবার থেকে দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102