ভোলার বোরহানউদ্দিনে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৮ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার লালমোহন উপজেলার ভেদুনিয়া গ্রামের মো. মিজান, একই উপজেলার আজমেরি আরমিন ও রিয়াজ উদ্দিন।বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে যাচ্ছিল। পথে মাদ্রাসার মোড় (ইদারার মূল) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন চার জন।
ওসি আরও বলেন, স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।