শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিয়ের ১৭ বছর পর যমজ সন্তানের মুখ দেখলেন দম্পতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার চিকিৎসাসেবায় আবারও সাফল্য অর্জন করেছেন। তার আন্তরিক প্রচেষ্টায় বিয়ের ১৭ বছর পর এক দম্পতি যমজ সন্তান লাভ করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোর শহরে বেসরকারি একটি হসপিটালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান প্রসব করেন বাসন্তি রায়। এতে তার স্বামী ও পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন। বাসন্তি রায় নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সজল কুমার শীলের স্ত্রী।সজল কুমার শীল জানান, তাদের বিয়ে হয়েছে ১৭ বছর আগে। অনেক চেষ্টা করেও তারা সন্তান লাভ করতে পারেননি। এজন্য স্বামী-স্ত্রী মিলে ভারত ও বাংলাদেশের বহু ডাক্তারের চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। অবশেষে তারা যশোরের গাইনী বিভাগের অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদারের সহায়তা গ্রহণ করেন। তার দীর্ঘ চিকিৎসাসেবায় তারা যমজ সন্তানের মুখ দেখেছেন। তাদের পরিবারের লোকজন অনেক খুশি হয়েছেন।

প্রসূতি বাসন্তি রায় জানান, তিনি আশা করেছিলেন কখন তিনি মা হবেন। দেরিতে হলেও আশা পূরণ হয়েছে। যমজ সন্তান পেয়ে তার কোল ভরে গেছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রসব যন্ত্রণা ভুলে গেছেন।

অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, বাসন্তি রায়ের জরায়ুতে সমস্যা ছিল। সাধারণত তার জরায়ু অনেক বড় ছিল। তিনি আন্তরিকতার সঙ্গে রোগীর চিকিৎসা শুরু করেছিলেন। রোববার সিজারের মাধ্যমে যমজ সন্তান প্রসব হয়েছে। অস্ত্রোপচারে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে। ওই দম্পতির কোলে যমজ সন্তান তুলে দিতে পেরে তিনি সফল ও গর্বিত।উল্লেখ্য, এর আগে ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার তিন প্রসূতির বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার রেকর্ড গড়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনি প্রথম এমন পদ্ধতিতে অস্ত্রোপচার করেন। রোগীর জন্মগত দুটি জরায়ুর একটি ব্লকড জরায়ু অস্ত্রোপচারে সাফল্য অর্জন করে চমক দেখিয়েছেন।

এ ছাড়া গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করে সততার পরিচয় দিচ্ছেন মানবিক এই চিকিৎসক।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102