চট্টগ্রামের পটিয়ায় চোলাই মদ বিক্রির অভিযোগে পটিয়া থানার সুইপার রুবেল দে (৩২)-কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়া থানার সামনে একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক রুবেল দে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা এলাকার রতন দের পুত্র।
স্থানীয়দের অভিযোগ, মদ বিক্রির সময় জনতা তাকে হাতেনাতে ধরে এক বোতলসহ আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মদপানে অভ্যস্ত এবং থানায় জব্দকৃত মদ কৌশলে বাইরে নিয়ে বিক্রি করতেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল দে এক লিটার মদ নিয়ে পটিয়া থানা গেট থেকে আনুমানিক ১০০ ফুটের মধ্যে মদের চালান দেওয়ার সময় জনতা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আটক রুবেল দে দাবি করেছেন, তিনি মদ পান করেন ঠিকই, তবে বিক্রির উদ্দেশ্যে নয়। এক ব্যক্তি আবদার করায় তাকে দেওয়ার জন্য মদ নিয়ে এসেছিলেন, তিনি জানান।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘মদ বিক্রির অভিযোগে থানার একজন সুইপারকে জনতা মারধর করেছে। তবে তার কাছ থেকে কোনো মদ উদ্ধার হয়নি। এভাবে কাউকে মারধর করা ঠিক হয়নি।’
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং থানার ভেতরের শৃঙ্খলা ও জব্দকৃত মালামাল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।