শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

পাগলা মসজিদে ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের পাগলা মসজিদ। ইট-সুরকির গাঁথুনির চেয়েও যার ভিত্তি গড়া মানুষের বিশ্বাসে। এখানে দান মানে শুধু টাকা ফেলা নয়, বরং আশা, আকুতি আর না বলা কথাগুলো সিন্দুকে রেখে যাওয়া।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সেই বিশ্বাসের সিন্দুক আবার খুলে গেল। দীর্ঘ ৩ মাস ২৭ দিনের নীরবতা ভেঙে ১০টি দানবাক্স ও ৩টি ট্রাংক থেকে বেরিয়ে এলো ৩৫ বস্তা টাকা। দিনভর গণনা শেষে সন্ধ্যায় টাকার পরিমাণ দাঁড়াল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়াও স্বর্ণ, ‍রুপা, রিয়েল, রিঙ্গিতসহ বৈদেশিক মুদ্রা।

রাত ৮টায় দানের টাকার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তা বেষ্টনীতে খোলা হয় দানবাক্সগুলো। এরপর বস্তায় করে নিয়ে যাওয়া হয়। মসজিদের দ্বিতীয় তলায় ঢেলে দেওয়া হয় বিশ্বাসের এই অঢেল ফসল। সকাল ৯টায় শুরু হয় গণনার আয়োজন- এ যেন এক দানের উৎসব।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে সারাদিন ধরে চলতে থাকে টাকা গণনা আর হিসাবের ব্যস্ততা। সন্ধ্যার আলোয় মিলল টাকার চূড়ান্ত হিসাব।এই দানের পাহাড় গুনতে নামেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। ৩৫০ জন মাদ্রাসা শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনাসদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, পাঁচজন আনসার সদস্য, ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে বসেছেন- সংখ্যা নয়, যেন মানুষের বিশ্বাসের ওজন মাপতে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাগলা মসজিদ এখন অনলাইনেও পৌঁছে গেছে মানুষের হাতে। গত ৪ জুলাই চালু হয়েছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অফিসিয়াল অনলাইন ডোনেশন ওয়েবসাইট। উদ্দেশ্য একটাই- দেশ-বিদেশে থাকা সেই মানুষগুলোর হাতে দানের সুযোগ পৌঁছে দেওয়া, যারা ইচ্ছা থাকলেও মসজিদে আসতে পারেন না। পাশাপাশি ঠেকানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে গজিয়ে ওঠা প্রতারকচক্র। অনলাইন মাধ্যম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ১২ লাখ ৭৯ হাজার ৯৪৩ টাকা।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ৩ একর জমির ওপর পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স রিসার্চ সেন্টার স্থাপনের উদ্যোগে নেওয়া হয়েছে। এরই মধ্যে নকশা প্রণয়নের জন্য রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং (রুয়েট) কাজ করছে। নকশার প্ল্যান পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ৩০ আগস্ট যখন দানবাক্স খোলা হয়েছিল, তখন ১৩টি সিন্দুক থেকে মিলেছিল রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা আছে প্রায় ১১৫ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। সংখ্যাগুলো যত বড়ই হোক, বিশ্বাসের পরিমাপ তার চেয়েও বড়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102