চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সদরের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইমন পটিয়া উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি কর্মসূচিতে ইমন নেতৃত্ব দিয়েছিলেন। শনিবার দুপুরে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে পটিয়া সদরের একটি রেস্তোরাঁয় অবস্থানকালে তাকে গ্রেপ্তার করা হয়।পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।’