বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

২১ শতকের সেরা ক্রীড়াবিদ হিসেবে শীর্ষে লিওনেল মেসি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি নতুন করে প্রমাণ করলেন, কেন তিনি ক্রীড়াজগতের এক অমর প্রতিভা। কানাডার দৈনিক ‘কিউবেক জার্নাল’ ২১ শতকের শীর্ষ ২৫ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে, যেখানে মেসিকে প্রথম স্থানে রাখা হয়েছে।

মেসি শুধু স্টেডিয়ামে ম্যাচ জিতেছেন তা নয়, বরং তার ক্যারিয়ারে অর্জিত অসংখ্য রেকর্ড, ট্রফি ও অসাধারণ পারফরম্যান্স তাকে এই দাপুটে শীর্ষে তুলে দিয়েছে।

তার নামের পাশে রয়েছে রেকর্ড আটটি ব্যালন দি’অর, ১০টি লা লিগা শিরোপা, চার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এবং অগণিত গোল রেকর্ড। সর্বশেষ ২০২২ বিশ্বকাপ জয় মেসির এই অবদানকে আরও নিশ্চিত করেছে।তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডি, আর তৃতীয় স্থানে রয়েছেন ইতিহাসের সবচেয়ে সফল অলিম্পিয়ান সাঁতারু মাইকেল ফেলপস, যিনি ২৮টি অলিম্পিক পদক জিতেছেন, যার মধ্যে ২৩টি স্বর্ণপদক।

রোনালদো মেসির থেকে অনেক পেছনে

ফুটবলের অপর কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোও এই তালিকায় রয়েছেন, কিন্তু মেসির চেয়ে অনেক পিছনে। রোনালদো দশম স্থানে স্থান পেয়েছেন, যেখানে তার পাঁচটি ব্যালন দি’অর, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং চারটি ভিন্ন ক্লাবের জন্য শতাধিক গোল করার রেকর্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবুও ‘কিউবেক জার্নাল’ উল্লেখ করেছে, মেসির তুলনায় রোনালদোর সামগ্রিক প্রভাব এবং ক্রীড়াজগতে পরিবর্তন আনার ক্ষমতা কম। রোনালদোর চেয়ে আগে তালিকায় স্থান পেয়েছেন সেরেনা উইলিয়ামস, ইউসেইন বোল্ট, লেব্রন জেমস, নোভাক জোকোভিচ, সিমোন বাইলস ও কোবি ব্রায়ান্ট।

২১ শতকের সেরা ২৫ ক্রীড়াবিদ

১. লিওনেল মেসি — ফুটবল

২. টম ব্রাডি — ফুটবল

৩. মাইকেল ফেলপস — সাঁতার

৪. সেরেনা উইলিয়ামস — টেনিস

৫. ইউসেইন বোল্ট — ট্র্যাক ও ফিল্ড

৬. লেব্রন জেমস — বাস্কেটবল

৭. নোভাক জোকোভিচ — টেনিস

৮. সিমোন বাইলস — জিমন্যাস্টিকস

৯. কোবি ব্রায়ান্ট — বাস্কেটবল

১০. ক্রিস্টিয়ানো রোনালদো — ফুটবল

১১. টাইগার উডস — গলফ

১২. রজার ফেডেরার — টেনিস

১৩. রাফায়েল নাদাল — টেনিস

১৪. স্টিফেন কারি — বাস্কেটবল

১৫. লুইস হ্যামিলটন — ফর্মুলা ১

১৬. কেটি লেডেকি — সাঁতার

১৭. ফ্লয়েড মেওয়েদার — বক্সিং

১৮. সিডনি ক্রসবি — হকি

১৯. মিকেল কিংসবেরি — ফ্রিস্টাইল স্কিইং

২০. মাইকেল শুমাখার — ফর্মুলা ১

২১. শোহেই ওহতানি — বেসবল

২২. মাইকেলা শিফ্রিন — আলপাইন স্কিইং

২৩. প্যাট্রিক মাহোমস — ফুটবল

২৪. অ্যালেকজান্ডার ওভেচকিন — হকি

২৫. মার্তা — ফুটবল

এই তালিকায় স্পষ্ট যে, মেসি শুধুই একজন ফুটবল খেলোয়াড় নন, তিনি পুরো ক্রীড়াজগতের জন্য অনুপ্রেরণা। তার ব্যতিক্রমী দক্ষতা, ধারাবাহিকতা এবং খেলায় প্রভাব তাকে ২১ শতকের সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102