বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

৩০০ ফিট সড়কে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি নেতাকর্মীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে আয়োজিত বিশাল সমাবেশের পর পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ববোধের নজির স্থাপন করেছেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লাখো মানুষের উপস্থিতিতে সমাবেশ শেষ হওয়ার পর জুলাই এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ ৩০০ ফিট সড়কজুড়ে ছড়িয়ে পড়া ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছায় মাঠে নামেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতারা পৃথক উদ্যোগে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে রূপগঞ্জ এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে সরাসরি অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু।তার সঙ্গে যুক্ত হন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা ৩০০ ফুট সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলবদ্ধভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

একই সময়ে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার উদ্যোগেও আলাদা পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়। এই অভিযানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, ভিপি তারেক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মুড়াপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ‘রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনসমাগম সৃষ্টি হলেও তার পরবর্তী দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের ভাষ্য মতে, বিএনপির কর্মসূচিতে ৩০০ ফিট সড়কে যে ময়লা-আবর্জনা সৃষ্টি হয়েছে তা পরিষ্কার করাও আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা নিজেরাই তা পরিচ্ছন্ন করছি।’তারা আরও বলেন, কর্মসূচির সময় যেসব গাছ বা সবুজায়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর স্থলে নতুন গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

নেতাকর্মীরা মনে করেন, রাজনৈতিক দলের কার্যক্রম শুধু সমাবেশ কিংবা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জনস্বার্থে সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালন করাও একটি সচেতন রাজনৈতিক সংস্কৃতির অংশ। পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102